সারাজীবন অসহায় মানুষদের পাশে থাকতে চাই প্রিসিলা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 June 2019

সারাজীবন অসহায় মানুষদের পাশে থাকতে চাই প্রিসিলা। একুশে মিডিয়া


আল আমিন মুন্সী:>>>
 আজ আছি কাল নাও থাকতে পারি  এই দূনিয়া থেকে  মরে যাবার পর সাথে যাবে আমার আমল এবং ভালো কাজ বললেন, আমেরিকা প্রবাসি বাংলাদেশের মেয়ে প্রিসিলা ফাতেমা, তিনি আরো বলেন, অসহায় মানুষদের যখন আমি সহযোগিতা করি তখন  আমার অনেক ভালো লাগে  অসহায় মানুষ গুলোর মুখের হাসি আমার কাছে অনেক পছন্দ তাই সব সময় চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য  ইতিমধ্যে বাংলাদেশের অনেক গরীব অসহায় মানুষদের সহযোগিতা করেছি, আমি আমেরিকা থেকেও বাংলাদেশের জন্য এতো কিছু কেনো করতেছি আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই দেশে থাকি তাতে কি সব চেয়ে বড় কথা হলো আমি বাংলাদেশের মেয়ে বাংলাদেশের জন্য টান থাকবে না?  তাহলে কোন দেশের জন্য  থাকবে আমার একটি ইউটিউব চ্যানেল আছে pricila New York  নামে এই চ্যানেল থেকে যা ইনকাম হয় সব টাকা আমি গরীব অসহায় মানুষদের জন্য খরচ করি আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে অসহায় মানুষদের পাশে থাকবেন ।  আমি আমার সারাজীবন অসহায় গরীব মানুষদের পাশে থাকতে চাই,  এবং সব সময় অসহায় গরীব মানুষদের মুখে  হাসি ফুটাতে চাই     আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।  আল্লাহ যেনো আমাকে ভালো রাখেন   সব সময়                    

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages