কেশবপুরে ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ ও অবৈধ গর্ভপাত, নবজাতকের লাশের পাশে পুলিশ পাহারা!। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 June 2019

কেশবপুরে ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ ও অবৈধ গর্ভপাত, নবজাতকের লাশের পাশে পুলিশ পাহারা!। একুশে মিডিয়া

ফাইল ফটো
একুশে মিডিয়া, কেশবপুর  (যশোর) প্রতিনিধি:>>>
কেশবপুরে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষন ও ধর্ষনের ফসল অবৈধভাবে গর্ভপাতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ছাত্রীর মামা বাদী হয়ে ঐ লম্পট নরপশুর বিল্লাল (৪৫) নামে নরপশুর বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেছে। চুরির ভয়ে পুতে রাখা নবজাতকের লাশের পাশে পুলিশ পাহারা বসানো হয়েছে।
কেশবপুর থানায় মামলা ও সরেজমিন জানা গেছে, উপজেলার সন্যাসগাছা গ্রামের আবু সাঈদের মেয়ে সুহানা খাতুন (১৬) ছোটবেলা থেকেই তার মামা উপজেলার সারুটিয়া গ্রামের পূর্বপাড়ায় মিন্টু সরদারে বাড়ীতে থেকে লেখা-পড়া করে আসছে।
সে বর্তমানে নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। প্রতিবেশী খালেক সরদারের ছেলে বিল্লাল প্রায় মিন্টুর বাড়ীতে আসা-যাওয়ার সুবাদে সুহানার সাথে তার পরিচয় হয়। সুহানা বিল্লালকে নানাভাই বলে ডাকত। লম্পট বিল্লাল সুহানাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অবৈধ মেলামেসা করত। এক পর্যায়ে সে ৬/৭ মাসের গর্ভবতি হয়ে পড়ে। বিয়টি সে বিল্লালকে জানালে গত ২৪ জুন সে বাচ্চা নষ্ট করার ঔষধ তাকে খেতে বাধ্য করে।
মামা-মামী বাড়ীতে না থাকার সুযোগে পরের দিন সু-চতুর বিল্লাল নিজে বাড়ীতে এসে বাতরুমের মধ্যে সুহানার পেটের বাচ্চা অবৈধভাবে গর্ভপাত ঘটায়। অবৈধ গর্ভপাতের ফসল নবজাতকের লাশটি প্রথমে পাশের পুকুরে ফেলে দেয়। ঘটনা জানাজানি হলে পরে পুকুর থেকে ঐ লাশটি তুলে কবরস্থানে পুতে রাখে। বিষয়টি ধামাচাপা দিতে এলাকার একটি মহল ব্যাপক চেষ্টা চালায়।
খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠায়। চুরির আশংকায় উক্ত নবজাতকের লাশের পাশে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, ধর্ষন ও অবৈধ গর্ভপাতের অভিযোগ এনে বিল্লালের বিরুদ্ধে ছাত্রীর মামা মিন্টু মামলা দায়ের করেছে। যার নংÑ১৬। তারিখ ২৬-০৬-১০ ইং। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, আদালতের অনুমতি পেলে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages