সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনি ধি:>>>
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিঘ্ন ঘটছে ছাত্র ছাত্রীদের পড়ালেখা । পৌর এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চলে দিনে রাতে চলছে বিদ্যুতের ভেল্কিবাজী। আজ বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্তু ৬/৭ বার লোডশেডিং দেখা যায়। কখনো বিদ্যুৎ আসলেও ২/১ মিনিট পর আবার চলে যায়। গত কয়েক দিন ধরে চলছে একই অবস্থা ।
লোডশেডিংয়ের ফলে জরুরী কাজ কর্ম বিঘ্নিত হচ্ছে। এছাড়া অতিরিক্ত গরমে নারী,শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল হচ্ছে ইলেক্ট্রনিক্স ও ম্যাশিনারী জিনিস পত্র। ক্ষতি গ্রস্থ হচ্ছে পোল্ট্রি শিল্প।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাসকে এবিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট, যার সবটায় পাচ্ছি। পৌর সভায় লোডশেডিং নেই। ঝড় বৃষ্টিতে বিভিন্ন ফিডারে গাছ পড়ার কারণে লাইন বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যুতের আর কোন সমস্যা হবেনা বলে তিনি প্রতিবেদককে আশ্বস্ত করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment