এম এ হাসান, কুমিল্লা:>>>
ঢাকা-চট্টগাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তিন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছে অন্তত পাঁচজন।সোমবার (৩ জুন)
বিকেল সাড়ে ৫টায় উপজেলার মিয়াবাজার এলাকায় চান্দুল- প্রতাপপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ঘটনাস্থল পাশে অবস্থিত সিডি এক্রোলিক গার্মেন্টস এর পোশাক শ্রমিক কাজল, নাসিমা ও তানজিনা।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিকেলে সাড়ে ৫টায় মিয়াবাজার চান্দুল এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হলে শ্রমিকরা সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমান ছিল।
এ সময় ফেনী থেকে আসা ঢাকাগামী পিবিআই’র একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিনজন নারী পোশাক শ্রমিক নিহত হন।দুর্ঘটনায় গাড়িতে থাকা চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment