রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ সদরের পান্তাপাড়া এলাকা থেকে অস্ত্র, গুলি সহ আবু সাইদ (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৭ জুন) ভোর রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার হরিনাকুন্ডু উপজেলার পার-দখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পান্তাপাড়া এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় ওই গ্রামের ভিতরে মাঠ থেকে আবু সাইদকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ১টি ওয়ান শুটারগান ও ১টি রাউন্ড গুলি উদ্দার করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment