এইচ এম শহীদ কক্সবাজার থেকে:>>>
কক্সবাজার জেলার সদর উপজেলার ৫ টি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এবার পুরন হতে চলছে।
এলাকাবাসীর দাবি অনুযায়ী কক্সবাজার সদর উপজেলায় ঈদগাহ উপজেলা নামক নতুন একটি উপজেলা গঠনের সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান কর্তৃক গত মমঙ্গলবার ২৪ জুন স্বাক্ষরিত ০৬৮.২০১৯-৪৬৯ নম্বর স্মারকে জারীকৃত এক পরিপত্রে নতুন উপজেলা পরিষদ গঠনের নীতিমালা অনুযায়ী কক্সবাজারের জেলা প্রশাসককে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে ঈদগাহ উপজেলা পরিষদ গঠনের প্রস্তাব প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
মাতামুহুরি নামক নতুন উপজেলা গঠনের অনুরোধ সংক্রান্ত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের গত ১৫ জুনের প্রদত্ত আধা সরকারি পত্রটি কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কাছ থেকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে ঈদগাহ উপজেলা গঠনের চুড়ান্ত প্রস্তাব গেলেই তা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় প্রথমে সেটি পাশ হবে।
এরপর মন্ত্রীপরিষদের সভায় পাশ হয়ে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হবে।
জাতীয় সংসদে বিলটি পাশ হলেই সেটি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গেজেট আকারে প্রকাশিত হয়ে ঈদগাহ একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে চুড়ান্ত রূপ লাভ করবে। কক্সবাজার সদর উপজেলার যে ৫ টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ঈদগাহ উপজেলা গঠিত হচ্ছে সেগুলো হলো- জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী, ঈদগাহ সদর ইউনিয়ন পরিষদ।
কক্সবাজার জেলায় বর্তমানে ৮ টি উপজেলা থাকায় প্রস্তাবিত ঈদগাহ উপজেলা গঠিত হলে সেটি হবে জেলার নবম উপজেলা।
প্রসঙ্গত, চকরিয়া উপজেলার ৭ টি ইউনিয়ন নিয়ে মাতামুহুরি নামক পৃথক আরো একটি নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment