ঢাকার নবাবগঞ্জে মো. আরিফুল ইসলাম (৩৫) নামে এ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।। নিহত আরিফুল ঐ এলাকার মৃত জালাল হোসেনের ছেলে ও শোল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, রবিবার সন্ধ্যায় আরিফুল নিজ বাড়ি থেকে শোল্লাবাজারে যাওয়ার সময় বিলের ধারে ফাঁকা রাস্তায় কুঁপিয়ে ফেলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায় উত্তর বালুখন্ড গ্রামের সবদের আলীর ছেলে রতনকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে পুলিশ।
এঘটনায় আরিফ হোসেনের উপর ক্ষুদ্ধ হয় মাদক ব্যবসায়ী রতন। কয়েকদিন আগে রতন ছাড়া পায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment