গারো পুরুষদের ৭ দফা বাস্তবায়নের দাবী জেরাবের। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 June 2019

গারো পুরুষদের ৭ দফা বাস্তবায়নের দাবী জেরাবের। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা-জেরাব-এর মানববন্ধন ও সমাবেশ বক্তারা গারো পুরুষদের উত্তরাধিকার সহ বিভিন্ন সমস্যা সমাধানে গারো পুরুষদের ৭ দফা বাস্তবায়নের দাবী জানিয়েছে।
এসময় বক্তারা বলেন, জাতির জনকের দেশে অধিকার বঞ্চিত কেউ থাকতে পারেনা। নারী-পুরুষ সমানভাবে উত্তরাধিকার পাবে। তা না হলে জেরাবের লাগাতার আন্দোলন চলবে।
বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা-জেরাব-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি লিটন দ্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করেন নতুনধার বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মানবধিকার কর্মী শান্তা ফারজানা।
বক্তব্য রাখেন গারো আদিবাসী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি তুরস দাংগ, সুজন বাজী, মিল্টন মারাক, আংসেং নাকী, হাইটিং ¤্রং, সত্যজিৎ চাম্বুগং, নিকসেং রিছিল, হ্যাকসন জাম্বিল, মি. হেতুন, জয় দি সাংমা, জ্যাকি রিছিল, শিষ্য রিছিল, লিয়ন রেমা, নোটন রিছিল প্রমুখ। বিজ্ঞপ্তি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages