একুশে মিডিয়া, কেশবপুর (যশোর) প্রতিনিধি:>>>
কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে মাওঃ আব্দুল হালিমের মনোনয়ন দাবী করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জানাগেছে, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু ২০১৮ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর লাশ বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ উদ্ধার করে। তখন থেকে মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য ছিল। যার ফলে নির্বাচন কমিশন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ করা হয়েছে ৩০ জুন, মনোনয়নপত্র বাছাই ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুলাই এবং ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন কমিশন কর্তৃক মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষিত হওয়ায় ইউনিয়নটিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান পদে মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সারুটিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হালিম ইতি মধ্যে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মজিদপুর ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। তাছাড়া উপজেলা ব্যাপী দলীয় সকল কর্মকান্ডে তার সম্পৃক্ততা রয়েছে। দলীয় নেতা-কর্মীদের সার্বক্ষণিক পাশে থেকে তাদের মূল্যায়নের কারণে নেতা-কর্মীদের মাঝে তাঁর একটি অবস্থান সৃষ্টি হয়েছে। মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মাওলানা আব্দুল হালিমকে আওয়ামী লীগের মনোনয়নের জন্য দলের হাইকমান্ডের নিকট জোর দাবী জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment