একুশে মিডিয়া, যশোর প্রতিনিধি:>>>
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযান চালিয়ে এক সাংবাদিক পরিচয়দানকারীসহ ৩ যুবক ফেনসিডিলসহ আটক হয়েছে।
ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের কামারপোতা গ্রামে।
হিজলদী বিওপির হাবিলদার মাহবুব আলম জানান-যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরের কুমরী গ্রামের আ: বারীর ছেলে নুর হোসেন (২৬), একই উপজেলার বাকুড়িয়া গ্রামের মৃত আজগার আলী মোল্লার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী উজ্জল কবির (২৮) ও পাড়েল কায়বা গ্রামের মোগর আলীর ছেলে মাসুদ রানা (২৫) বুধবার বিকেল ৫টার দিকে হিজলদী সীমান্তের কামারপোতা গ্রাম থেকে ফেনসিডিল ক্রয় করে। পরে সেখানে কয়েক বোতল ফেনসিডিল সেবন করে।
পরে ৩ বোতল ফেনসিডিল নিয়ে রাস্তায় আসার সময় সন্দেহ জনক ভাবে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাবাদ করেন। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এঘটনায় তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। এছাড়া বিজিবি সদস্যরা আরো জানান-উজ্জল কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কয়েক বার সীমান্তে এসে ঘুরে গেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment