পলাশে নিখোঁজের ২৬ ঘন্টা পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 24 July 2019

পলাশে নিখোঁজের ২৬ ঘন্টা পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। একুশে মিডিয়া

একুশে মিডিয়া- প্রতিকি ছবি।
আল আমিন মুন্সী:>>>
নরসিংদীর পলাশে নিখোঁজের ২৬ ঘন্টা পর সেমা বসু (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার একটি নির্জন লটকন বাগান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত সেমা বসু ঘোড়াশাল পৌর এলাকার পাইসকা গ্রামের দেবাশীষ বিশ্বাসের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই গৃহবধূ তার ১২ বছরের মেয়েকে বিদ্যালয়ে দিয়ে আসার পর থেকে নিখোঁজ হয়।
পরে অনেক খোঁজাখুজিরপর বুধবার দুপুরে পাশ্বর্তী জিনারদী ইউনিয়নের রাবান এলাকার নির্জন একটি লটকন বাগানে গাছের সাথে ওই গৃহবধূর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী দেবাশীষ বিশ্বাস জানান, সোমবার রাতে আমার স্কুল পড়–য়া মেয়েকে স্ত্রী সেমা বসু মারধর করে।
এ নিয়ে আমার সাথে তার কথা কাটাকাটি হয়। পরে রাতেই আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। মঙ্গলবার সকালে আমি হাসি মুখে অফিসে চলে যাই। আর সেমা বসু মেয়েকে নিয়ে স্কুলে যায়।
এরপর থেকে সে আর বাড়ি আসে নি। এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদীর মর্গে প্রেরণ করা হয়েছে।
লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে।
 
 
 
সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক আজ বুধবার ২৪/০৭/২০১৯ একুশে মিডিয়া সংবাদ
আপনার কোন মতামত থাকলে নিউজের নিচে কমেন্ট স্থানে কমেন্ট করুন
একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য
 
ধন্যবাদ
একুশে মিডিয়া পরিবার

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages