![]() |
এম এ হাসান, কুমিল্লা:>>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকা থেকে ৩ হাজার ৭৯০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ফেনী র্যাব-৭। ফেনী র্যাব-৭ সূত্র জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,জেলার সদর থানাধীন মহিপালস্থ হাছান হোটেল এন্ড সুইটস হাজারী রোডের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকা থেকে ৩ হাজার ৭৯০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ফেনী র্যাব-৭। ফেনী র্যাব-৭ সূত্র জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,জেলার সদর থানাধীন মহিপালস্থ হাছান হোটেল এন্ড সুইটস হাজারী রোডের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুলাই) সকালে র্যাবের একটি
আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি
টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ সাইফুল ইসলাম কে আটক করে।
পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে তার
পরিহিত প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত
কুমিল্লা ও ফেনী জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ
করে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয়
করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৮ লক্ষ ৯৫ হাজার
টাকা।আটককৃত আসামি সাইফুল ইসলাম (৩৪) কুমিল্লার কোতয়ালী থানার মধ্যম
মাঝিগাছা গ্রামের মমতাজ মিয়ার ছেলে। আটককৃত আসামীর বিষয় টি নিশ্চিত করে
ফেনী র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী
জানান।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment