সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জ বেলকুচিতে উল্টো রথ টানার মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত বৃহস্পতিবার (০৪ জুলাই) রথযাত্রা উৎসব শুরু হয়।
বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলায় মুকুন্দগাঁতি শ্রী শ্রী কালী মন্দিরে থেকে রথযাত্রা শুরু করে
উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী কালীমাতা রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।
গত বৃহস্পতিবার (০৪ জুলাই) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৮ দিনব্যাপী এ উৎসব শেষ হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী কালীমাতা রাধা গোবিন্দ মন্দির।
বৃহস্পতিবার সকালে উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মথ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তিও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment