![]() |
এবিএস রনি, যশোর থেকে:>>>
বেনাপোল
দৌলতপুর সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে
বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার (২৯/০৭/১৯ইং) তারিখ সকালে এই লাশ উদ্ধার
করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ
করিম জানিয়েছে, ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র দৌলতপুর ক্যাম্প থেকে
জানানো হয়। দৌলতপুর গ্রামের বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীতে একটি লাশ
ভাসমান অবস্থায় রয়েছে।
বিজিবির তথ্য মোতাবেক এস আই নাসির উদ্দীন এর
নেতৃত্বে একটি পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয় এবং বিজিবির সহায়তায় লাশটি
উদ্ধার করা হয়। লাশটির ময়না তদন্তসহ একটি অপমৃত্যু মামলা হবে। ভারপ্রাপ্ত
কর্মকর্তা আরও জানান, নিহতের যুবক বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের
আইযুব মুন্সী'র ছেলে ইসারত(২৯)।
তিনি দীর্ঘদিন যাবৎ সে মৃগী রোগে ভূগছিল
বলে ঐ এলাকার মানুষ জানিয়েছে। গত ২৬/০৭/১৯ইং তারিখ থেকে সে নিখোঁজ থাকে এ
ব্যাপারে পোর্ট থানায় একটি জিডি ও করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment