ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
প্রতিদিন হু-হু করে বাড়ছে পদ্মা নদীর নদীর পানি। ফলে রাজশাহীতে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। রাজশাহীতে পদ্মার বিপদসীমা হচ্ছে ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার।
উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার মাত্র ৩ মিটার নিচ দিয়ে। উজানের পানিতে পদ্মা ক্রমেই ফুলে ফেঁপে উঠছে। ধীরে ধীরে ছুঁতে শুরু করেছে শহর রক্ষা বাঁধে এভাবে পানি বাড়তে থাকলে কয়েকদিন পরেই পদ্মার পানি বিপদসীমা ছুঁইছুঁই করবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক জানান, গত বুধবার সবাল ৬টার সময় ১৫ দশমিক ১৮ মিটার পানি পাওয়া যায়। তবে বৃহস্পতিবার সকাল ৬টায় তা বেড়ে দাঁড়াই ১৫ দশমিক ৪৪ মিটারে। সর্বশেষ বুধবার সন্ধ্যা ৬টায় পানির পরিমাণ ছিল ১৫ দশমিক ৬০ মিটার।
এনামুল হক বলেন, জুলাইয়ের শুরু থেকে পানি বাড়তে শুরু করে এ পর্যন্ত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। পদ্মায় পানি প্রবাহ আরও বাড়বে বলেও জানান তিনি।
উলেখ্য, গত ১৫ বছরে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে মাত্র দুই বার। এর মধ্যে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৯ বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। কেবল ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিল ১৮ দশমিক ৮৫ মিটার।
সর্বশেষ ২০১৬ সালের ২৮ আগস্ট রাজশাহীতে পদ্মার পানির প্রবাহ উঠেছিল সর্বোচ্চ ১৮ দশমিক ৪১ মিটার। ২০১৭ পানি প্রবাহ উঠেছিলো ১৮ দশমিক ৪৬ মিটারে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment