ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী :>>>
রাজশাহীর পুঠিয়ায় নার্সের ইনজেকশনে তিশা খাতুন নামের তিন বছরের এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত তিশা খাতুন (০৩) উপজেলার পৌর এলাকার পালোপাড়া গ্রামের মানিকের মেয়ে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সামান্য জ্বর নিয়ে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসকের নির্দেশে দায়িত্বরত একজন নার্স শিশুটিকে একটি ইনজেকশন পুশ করেন। কিন্তু ইনজেকশনটি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শিশুটির শরীরে প্রচ- খিচুনি ওঠে। এক পর্যায়ে ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে সেখানেই মারা যায়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, শিশু মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সাথে মারমুখী আচরণ শুরু করেন। পরে খবর পেয়ে তিনি নিজেই ফোর্স নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
পুলিশ যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত শিশু মৃত্যুর ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুঠিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment