মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
দীর্ঘদিন বৃষ্টির ফলে জলাবদ্ধতার চরম ভোগান্তির স্বীকার ঢাকার দোহার পৌর এলাকার বাসিন্দারা। পৌরসভা গঠনের পর থেকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টানা কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে তলিয়ে যায় বাড়িঘর। দোহার পৌরসভার এই স্থায়ী জলাবব্ধতা এখন পৌরবাসির নিত্যদিনের সঙ্গী। সামান্য বৃষ্টি নামলেই পৌর এলাকায় পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে ।
জানা যায়, বর্তমানে দোহার পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও গঠনের পর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌর এলাকার জনগন। দোহার পৌরবাসীর প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে জলবদ্ধতা।
পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। অতি বর্ষনে কোন কোন এলাকা হাঁটু পরিমান পানি জমে আবার রাস্তা-ঘাটও পানিতে তলিয়ে যায়। ফলে পৌরবাসীর চলাচলে ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে; ব্যহত হচ্ছে কাজ কর্মও।
দোহার পৌরসভার লটাখোলা নতুন বাজার রাস্তা, জয়পাড়া, খাড়াকান্দা, চৌধুরীপাড়া, ইউসুফপুর, এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এতে করে দেখা যাচ্ছে মশা সেই জলাবদ্ধতার পানিতে ডিম পাড়ছে আর এই মশা বংশ বিস্তার করছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment