এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:>>>
যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন ভিত্তিক মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান মঙ্গলবার সকালে কলাগাছি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা মহিরউদ্দীন মাহির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুফলাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর বিশ্বাস, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ গোলাম কিবরিয়া মনি, প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্ম, আব্দুস সাত্তার, শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ রেজাউল করিম, ইউপি সদস্য আফছার উদ্দিন গাজী, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তৈয়বুর রহমান, জান্নাত্যুল ফেরদৌস প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment