মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া:>>>
সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা মাছ সংরক্ষণ ও বিক্রি করার সময় কুতুবদিয়ায় ধূরুং বাজারে অভিযান করেছেন কোস্ট গার্ড।
বুধবার (০৩ জুলাই) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোস্ট গার্ড এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রায় ৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়। এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড সিসি নজরুল ইসলাম।
তিনি জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যে কোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা মাছ ধরে সংরক্ষণ ও বিক্রি করে আসছিল।
ধূরুং বাজারে মাছের আড়তে অভিযানকালে প্রায় ৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরে, জব্দকৃত মাছগুলো লেমশীখালী ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড সিসি নজরুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান আক্তার হোছাইন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment