চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরীস্থ মারকাজুল উলুম মাদ্রাসা (হাফেজ বিভাগের) ১৩ পারায় পড়ুয়া ছাত্র মোঃ মহিউদ্দীন (১১) গত ১৮ জুলাই হইতে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্র জানিয়েছেন।
![]() |
নিখোঁজ মাদ্রাসার ছাত্র মোঃ মহিউদ্দীন |
সে একই উপজেলার মধ্যেম বাঁশখালা গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে। তার গায়ে পরনো ছিল পানঞ্জাবী, বিতরে কালো রঙ্গের গেঞ্জী ও লুঙ্গি পরনো অবস্থায় গুনাগরী মারকাজুল উলুম মাদ্রাসা হতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এশারের নামাজ সময় মাদ্রারা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোক জন বিভিন্ন অত্নীয় স্বজনের বাড়ী ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এখনও সন্ধান পায় নি।
কোন হৃদয়বান ব্যক্তি যদি
তার খোঁজ পেয়ে থাকেন নিচের মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য তার বড় ভাই
মোঃ নাঈম উদ্দীন ‘একুশে মিডিয়া’ নিউজ পেপারের মাধ্যে বিশেষ অনুরোধ
জানিয়েছেন।
মোঃ নাঈম উদ্দীন
(ছাত্র এর বড় ভাই)
সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক আজ ২৩/০৭/২০১৯ একুশে মিডিয়া’য় সংবাদ।
আপনার কোন মতামত থাকলে নিউজের নিচে কমেন্ট স্থানে কমেন্ট করুন।
একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য
ধন্যবাদ
একুশে মিডিয়া পরিবার।
No comments:
Post a Comment