একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক: মোঃ কাজী আমানউল্লাহ মাহফুজ
মায়ের হাতে স্বর্গ
তোমরা যাকে স্বর্গ বলো-
জান্নাত ভাবো যা।
খুঁজতে গিয়ে ভেবে
দেখলাম,
সেতো আমার মা।
তাঁর আঁচলে স্বর্গ বাধা,
পায়ের তলে সুখ।
স্বর্গের সুখ যে অন্তরে পায়,
দেখলে মায়ের মুখ।
তারই উষ্ঠে জন্ম নিলাম-
পেলাম পরিচয়,
তারই দোয়া পেলে আমাদের -
জীবন ধন্য হয়।
মা'যে তোমার স্বর্গের মতো-
টিকেট তারই হাতে।
সুখে জান্নাত পেতে হলে -
থেকো মায়ের সাথে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment