কুতুবদিয়ার বড়ঘোপ ছোটনের নির্বাচনী পথসভায় জনতার ঢল। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 15 July 2019

কুতুবদিয়ার বড়ঘোপ ছোটনের নির্বাচনী পথসভায় জনতার ঢল। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি:>>>
সাগর কন্যা দ্বীপ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন যতই গনিয়ে আসছে ততই পার্থী ও সমর্থকদের ব্যস্থতা এবং প্রচারনা বাড়ছে।
প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাইছেন। প্রার্থীদের মধ্যে দ্বীপের পরিচিত মুখ মরহুম মাস্টার তালেব উল্লাহর সুযোগ্য সন্তান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন জনগনের মাঝে অন্যতম জনপ্রিয় ব্যক্তি হিসেবে আলোচনায় রয়েছে।
বড়ঘোপ নির্বাচনী এলাকার আজম কলেনী ব্রাক সেন্টার প্রাঙ্গনে ছোটনের ঘোড়া মার্কার সমর্থনে গত ১৫ জুলাই পথসভার ডাক দিলে, বিভিন্ন স্লোগানের মধ্যদিয়ে মিছিলে মিছিলে সমর্থক জনতার ঢল দেখাযায়।
পথসভায় বক্তারা বলেন- ছোটন সাহেব এলাকার চেয়ারম্যান, মেম্বার ছিলনা তবে সকল স্থরের দুঃখি মানুষের পাশে থাকা এবং অবহেলিত এলাকার উন্নয়ন কারো অজানা নয়। তিনি সরকারি ক্ষমতার চেয়ারে না থাকলেও নির্যাতিত, দুঃখি মানুষের পাশে ছিলেন।
স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব কাটিয়ে ভোট ডাকাতির চিন্তার করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। জনগণ সুষ্ট ভোট দিয়ে যাকে নির্বাচিত করেন তাকে মেনে নেওয়ার আহবান জানান। বক্তারা আরো বলেন- ছোটন সাহেব সাগরের পানি দিয়ে ভেসে আসেনাই সেই কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের সন্তান। তিনিসহ তার পিতা মরহুম মাস্টার তালেব উল্লাহর অবদান এলাকায় অপরসীম।
মাস্টারের ধারাবাহিকতায় তার ছেলেরা এখনো এলাকার উন্নয়ন ও মানুষের সেবা দিয়ে যাচ্ছে যা অস্বীকার করার মত নই। এলাকার উন্নয়নে শিক্ষিত ও উপযুক্ত ব্যক্তি অতি প্রয়োজন। তার জন্য উপযুক্ত ছোটন সাহেবকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। 
ঘোড়া মার্কার সমর্থনে পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী ছোটন বলেন- আজম কলেনীসহ এলাকার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং বর্তমানে আজম কলেনীতে যে পানির সমস্যা বিরাজ করছে তা নির্বাচিত না হলেও সমধানের প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনের পূর্বেই পানির সমস্যা থেকে মুক্তি পেতে টিউবওয়েলের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে অসহায় গরীবের চাউল বাজারে বিক্রি হবেনা।
উন্নয়নের ইংরেজি চিঠি ঢ়য়ারে পড়ে থাকবে না। এলাকার উন্নয়নে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে ঘোড়া মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 
সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ, বড়ঘোপ ইউপি সদস্য ও বড়ঘোপ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের রেজাউল করিম রাজু, সম্পাদক ইউসুফ ও স্থানীয় মান্যগন্য ব্যক্তি। 
এসময় সাবেক মেম্বার কালু, রমিজ আহমদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তি ও জনতা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages