চৌদ্দগ্রামে ৬ লক্ষ টাকা উত্তোলন শেষে নিখোঁজ আঃমান্নান, পরিবার খোঁজে দিশেহারা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 July 2019

চৌদ্দগ্রামে ৬ লক্ষ টাকা উত্তোলন শেষে নিখোঁজ আঃমান্নান, পরিবার খোঁজে দিশেহারা। একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলনের জন্য বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়ে পড়ে, আব্দুল মান্নান মজুমদার নামের এক ব্যক্তি।নানা রকম দূর্চিন্তায় পরিবারের সদস্যরা দিশেহারা।নিখোঁজ হওয়া ব্যক্তি আব্দুল মান্নান(৩৮) চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মৃত ডাঃমোখলেছুর রহমান এর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, (২২জুলাই) সোমবার সকাল বেলা প্রায় ১১ ঘটিকার সময় বাড়ী থেকে স্থানীয় চৌদ্দগ্রাম বাজারে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ আব্দুল মান্নান মজুমদার এর স্ত্রী সেফালী বেগম এর সাথে আলাপ কালে তিনি বলেন,চৌদ্দগ্রাম ব্যাংকের কাজ শেষে আমার সাথে মোবাইলে কথা হয়েছিল একবার, এরপর দেরি হচ্ছে কেনো আবার পূনরায় কল দিলে তিনি আসতেছি বলে লাইন কেটে দিলো। এবং সর্বশেষ আমি বিকেল ৩ টায় আবারো কল দিলাম তখনই উনার মোবাইল বন্ধ পাই।কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আমার দেবর ভাসুরদের বিষয়টি জানানোর পর আমরা হাজারো বার মোবাইলে কল দেওয়ার চেষ্টা করেও নাম্বারটি বন্ধ পাই।নিখোঁজ হওয়া আব্দুল মান্নান মজুমদার এর বড় ভাই দেলোয়ার হোসেন রতন মজুঃ এর সাথে আলাপ কালে তিনি ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলনের বিষয় টি নিশ্চিত করে জানান,আমরা বিকেলে সংবাদ টি পেয়ে সর্বপ্রথম চৌদ্দগ্রাম বাজারে ন্যাশনাল ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের বিষয়ে অবগত হই,এরপর বিকেল থেকে রাত পর্যন্ত আমার ভাইয়ের ব্যবহারিত ২টি মোবাইল নাম্বার ০১৮৬৩-৭৮৭৭২২ ও ০১৮২০-১৯৮৯৫৯ একটানা বন্ধ থাকায় পরিবারে নেমে আসে মারাত্মক দূরচিন্তা।আমরা আশেপাশে আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজ নিয়ে ও আমার ভাইয়ের কোন খোঁজ এখনও পাইনাই।খোঁজা-খুঁজি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।এদিকে নিখোঁজ হওয়া আব্দুল মান্নান মজুমদার (৩৮) এর স্ত্রী শেফালি বেগম স্ব -শরীরে উপস্থিত হয়ে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় একটি নিখোঁজ অভিযোগ ডায়েরি করেন। (যাহার নং-১০৬৯) নিখোঁজ ডায়েরি অভিযোগ এর বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত ডিউটি অফিসার।জানা যায় যে নিখোঁজ হওয়া আব্দুল মান্নান মজুমদার একজন সহজ সরল প্রকৃতির লোক,সুদীর্ঘ সময় তিনি প্রবাসে কাটিয়ে বর্তমানে দেশে চোট-খাট ব্যবসা করে আসতেছেন। উনার কয়েকটি  সিএনজি অটোরিক্সা রয়েছে। সংসার জীবনে আব্দুল মান্নান মজুমদার এর ৩ টি চোট মেয়ে রয়েছে। চলমান দেশের গুজবের ঘটনার হিতবিপরীত মুখি পরিবেশ পরিস্থিতি হওয়ায় নিখোঁজ এই আবদুল মান্নান মজুমদার এর পরিবার নানা রকমারি দূর চিন্তায় দিশেহারা। প্রতিটা মূহুর্তে এক একটি খারাপ দূরস্বপ্ন চোখের পাতায় আসে! না জানি কোন অনাকাঙ্ক্ষিত আকস্মিক মর্মাহত দূর্ঘটনার সংবাদ আসে নিখোঁজ হওয়া আব্দুল মান্নান মজুমদার এর পরিবারে। নিঃসন্দেহে আমাদের চাওয়া একটিই কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা না ঘটুক তাদের পরিবারের মাঝে, ৩ টি অবুজ শিশু ফিরে পাক তাদের নিখোঁজ হওয়া পিতা কে।নিউজের এই অবদি যে সকল পাঠকের দৃষ্টি তে পড়বে আপনাদের নিউজটি শেয়ার করার অনুরোধ জানানো হলো।হয়তবা আপনার একটি শেয়ারে খোঁজ পাওয়া যাবে এই নিখোঁজ হওয়া ব্যক্তি আব্দুল মান্নান মজুমদারের।
এছাড়া কোন হৃদয়বান ব্যক্তি লোকটির সংবাদ পেয়ে থাকেন তবে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ এই ব্যক্তির সন্ধান প্রার্থী বড় ভাই।
দেলোয়ার হোসেন রতন মজু:
মোবাইল :
📲০১৭৬৬-৫৫৬৬৭৭ 📲০১৮১৯-১৬২৫৭৭



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages