রাবিতে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 July 2019

রাবিতে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ফোকলোর গ্যালারীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাব্বত হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান আলোচক রাবি গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন “বর্ণবাদ আন্দোলনের সাথে গণতান্ত্রিক আন্দোলন কতটুকু সম্পর্কযুক্ত” এবিষয়ে র্দীঘ আলোচনা করেন। আলোচনায় তিনি বলেন, নেলসন ম্যা-েলা যে বর্ণবাদ বিরোধী আন্দোলন সংগঠিত করেছেন তা অস্বীকার করার সুযোগ নেই। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। ব্লাক কোন আইডেনটিটি না। আধুনিক ইউরোপের জন্মদাতা হলেন ম্যা-েলা।  
আলোচনা সভায় রাবি ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক নেলসন ম্যা-েলার জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বলেন, ম্যা-েলার জীবনী আমাদের সকলের পড়া উচিত কারণ তার সংগ্রামী জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তৎকালিন সময়ে আফ্রিকার সমাজ, রাষ্ট্র এমনকি জেলখানাতেও বর্ণবাদ বিদ্ধমান ছিল। তিনি এ বর্ণবাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন। তার আন্দোলনকে বানচাল করার জন্য বিভিন্ন সময় নানা অভিযোগ এনে তাকে কারাগারে পাঠানো হয়। বিপ্লব বা সংগ্রাম ছাড়া বর্ণবাদ মুক্ত করা সম্ভব নয়। বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা দেখা যায় কিন্তু ক্ষমতায় যাওয়ার পর (ম্যান্ডেলা) তার মধ্যে এমন কোন কিছু দেখা যায়নি।
তিনি আরও বলেন, আমরা যদি অন সাং সূচি কে দেখি তাহলে স্পষ্ট দেখতে পাই তিনি এক সময় বর্ণবাদ বিরোধী আন্দোলন করে নোবেল পুরস্কার জিতেছেন কিন্তু বর্তমানে তার অবস্থান কি। আমরা ম্যা-েলার জীবনীতে এমনটা দেখিনি। 
ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি রাশেদ রিমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, রাবি ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, আহসানুল হক, অন্তু বিশ্বাস, মিরান শাহ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মেভিজু শহরে  নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages