সবুজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বড়ধুল ইউনিয়নে যমুনা নদীতে ভাঙ্গন কবলিত এলাকায় ৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছে উপজেলা প্রশাসন।বুধবার বিকালে উপজেলা পরিষদের ব্যাবস্থাপনায় ও দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে, মেহেরনগর সরকারী প্রাঃ বিদ্যালয়ে, আলোকদিয়ও বড়ধুল ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র থেকে যমুনা নদীতে ভাঙ্গনে ক্ষতিগস্ত ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকতা সাইফুর রহমান, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা,উপজেলার প্রকল্প বাস্তবানয় কর্মকতা জাকির হোসেন।প্রাণী সম্পদ কর্মকতা অরুণাংশু মন্ডল,বেলকুচি প্রেস ক্লাবের যুগ্ম- সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমূখ।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জাকির হোসেন জানান,বানভাসীদের জন্য ১৯ টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে।এর মধ্যে ৩ টি আশ্রয় কেন্দ্রে ৫০ জন বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে।এছাড়া বন্যা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে।
উপজেলা দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে প্রতিটি ত্রান সামগ্রীততে ১০ কেজি মিনিকেট চাল,১কেজি ডাল,১কেজি চিনি,২কেজি চিড়া,আধাকেজি নুডুলস,১কেজি তৈল রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment