![]() |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সেন ভাঙ্গাবাড়ি গ্রামে কবি রজনীকান্ত সেনের ১৫৪তম জম্ম উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৬ জুলাই শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রজনী সংসদ ও পাঠাগার চত্বরে এই আয়োজন করা হয়।কবি রজনীকান্ত স্মৃতি রজনী সংসদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত কবি রজনীকান্ত সেনের জম্ম উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কবির জম্মদিনের প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেন কবি রজনীকান্ত সেনের বংশধর ড.মঞ্জুশ্রী সেন।
![]() |
বীর মুক্তিযুদ্ধ নেজমত আলী তালুকদারের সভাপতিত্বে উক্ত সভায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের
যুগ্ন-সম্পাদক জান্নাত আরা হেনরি এডভোকেট কামরুল ইসলাম শান্তা,অফিসার
ইর্নচাজ ওসি(তদন্ত)নুরে আলাম,বেলকুচি প্রেসক্লাবের সাধারন -সম্প্রাদক
রেজাউল করিমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ প্রমূখ ।
এছাড়া কবির জম্ম উৎসব উপলক্ষে
সন্ধ্যার পর বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশ হয়।
সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক আজ শনিবার ২৭/০৭/২০১৯ একুশে মিডিয়া’য় প্রকাশিত সংবাদ।
আপনার কোন মতামত থাকলে নিউজের নিচে কমেন্ট স্থানে কমেন্ট করুন।
একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য
ধন্যবাদ
No comments:
Post a Comment