একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ীতে রিক্সা চালককে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাইয়ের চেস্টা। রিক্সা চালক রিফাত (২২) গুরুতর আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৯ জুলাই সন্ধায় সদরের গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এর পিছনে আবুল হাসান ভুইঁয়া (নোয়াখালী মৌলবীর)পরিত্যক্ত বাসায়।
এলাকাবাসী ও তুহিন আইসক্রিম এর মালিক হাবিজার রহমান জানান, কে বা কারা একজন ছিনতাইকারী পলাশবাড়ী লিপি হোটেলের সামন থেকে ভাড়ার কথা বলে তাকে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের পিছনে রাস্তায় নিয়ে যায়। রাস্তা ফাকা পেয়ে মুখোশ পরে রিক্সা চালকের গলায় ছুরি লাগিয়ে ওই বাসায় নিয়ে যায়। এসময় রিক্সা চালকের আত্নচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারী রিক্সা চালকের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবরপেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ধারালো ছুরি উদ্ধার করে।
স্থানীয়রা আহত রিক্সা চালককে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে ভর্তি করে।
তার গলায় ৬ টি সেলাই এবং ডান হাতে চার আঙ্গুলে সেলাই করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত রিক্সা চালক বর্তমানে শঙ্কামুক্ত।
পলাশবাড়ী থানার এস আই তয়ন কুমার জানান, অপরাধীকে সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment