পাঁচবিবিতে সহকারী রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও দুর্ব্যহারের অভিযোগ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 July 2019

পাঁচবিবিতে সহকারী রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও দুর্ব্যহারের অভিযোগ। একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি, জয়পুরহাট, প্রতিনিধি:>>>
দেশের সেবাখাত গুলির অন্যতম রেল। কিন্তু কতিপয় কুলাঙ্গারের কারণে এই খাতটি কলুষিত হচ্ছে। তারা সেবা দেয়ার পরিবর্তে ঈদ মৌসুমে কালো বাজারে টিকিট বিক্রি,যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করে থাকে।
এতে করে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। পাশাপাশি  সুন্দর এই সেবা খাতের প্রতি জনগনের নেতিবাচক প্রভাব পড়ছে। রেলের তেমনই একজন কর্মচারী জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুজ্জামান।
শুক্রবার (১৯জুলাই) ঢাকা-পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবিতে পৌঁছার আধা ঘন্টা পূর্বে যাত্রীরা তার কাছে টিকিট নিতে গেলে তিনি টিকিট না দিয়ে পরে আসতে বলেন। মোঃ হামজা নামে এক যাত্রী বলেন,ট্রেন আসার আধাঘন্টা পূর্বে তিনি টিকিট নিতে গেছেন কিন্তু সহকারী স্টেশন মাস্টার কামরুজ্জামান তাকে টিকিট দেননি। ট্রেনের ঘন্টা পরুক ট্রেন না আসলে টিকিট দেয়া যাবেনা এসব বলে তাকে ২ বার ফিরিয়ে দিয়েছেন। 
ট্রেন আসার আধাঘন্টা পূর্বে টিকিট দেয়া যাবেনা এটি সরকারি নিয়ম নাকি আপনার নিয়ম জানতে চাইলে সহকারী স্টেশন মাস্টার কামরুজ্জামান চরম ধৃষ্টতা দেখিয়ে বলেন, এটি আমার বানানো আইন। আরো কিছু প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন,এটি সরকারি অফিস বেশি কিছু বললে পুলিশ ডাকব। এদিকে যাত্রীদের সাথে সহকারী স্টেশন মাস্টারের দুর্ব্যবহারের ভিডিও ধারন করার সময় শুভ ইসলাম নামে এক ব্যক্তির মোবাইল কেড়ে নেয় অপর এক কর্মচারী । পরে মোবাইলটি ফেরৎ দেয়া হয়। সহকারী স্টেশন মাস্টার স্থানীয় বলে ক্ষমতার দাপট দেখান এবং  যাত্রীদের সাথে প্রায় দুর্ব্যবহার করেন। সাধারণ যাত্রীরা অবিলম্বে তাকে পাঁচবিবি রেল স্টেশন থেকে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages