‘আমরা স্বায়ত্তশাসনের মর্যাদা রাখতে পারি নাই’: মুনতাসীর মামুন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 July 2019

‘আমরা স্বায়ত্তশাসনের মর্যাদা রাখতে পারি নাই’: মুনতাসীর মামুন। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
ইতিহাসবিদ ও বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এখন এমন অবস্থা হয়েছে, যে দল সরকার গঠন করে বিশ্ববিদ্যালয় সেই দল করে। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চরিত্র এমন হওয়ার কথা ছিলো না। আমরা ১৯৭৩ সালের অধ্যাদেশের মর্যাদা রাখতে পারি নাই। আমরা স্বায়ত্তশাসনের মর্যাদা রাখতে পারি নাই।
বাংলাদেশের ইতিহাস আরকাইভস’র উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় ইতিহাস লেখক সম্মেলন’র উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুনতাসীর মামুন আরও বলেন, আমাদের চেয়ে পশ্চিমবঙ্গ ইতিহাস চর্চায় এগিয়ে রয়েছে।  ইতিহাসের রচনার প্রধান উপকরণ হলো ভাষা। আমরা বাংলা, ইংরেজি বাদে আর কোন ভাষা জানি না। যেখানে বিদেশে একটা ইতিহাস লেখা হয় কয়েকটি ভাষায়। সে দিকে থেকে আমরা অনেক পিছিয়ে আছি। নিজের ভাষায় যদি ইতিহাস রচিত না হয় তাহলে আমাদের ইতিহাস সমৃদ্ধ হবে না। এসময় তিনি ইংরেজি বাদে বাংলা ভাষায় ইতিহাস লিখতে উৎসাহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে সময়ের মধ্যে নয়। কাজ মানুষকে অমর করে রাখে। ইতিহাস বিমুখ জাতি কখনো সামনে এগিয়ে যেতে পারেনা। অতীত ইতিহাসকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
হেরিটেজ আরকাইভস স্ট্রাস্টি বোর্ডের সদস্য ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতফুল হাই শিবলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যায়ের অধ্যাপক নুরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ আরকাইভস-এর পরিচালক ও স্থানীয় ইতিহাস জার্নালের সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান। সম্মেলনে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।
সম্মেলনের প্রথম দিন পাঁচটি একাডেমিক সেশনে ২১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া হেরিটেজ আরকাইভস নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও স্থানীয় জার্নালের ২১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  দ্বিতীয় দিন শনিবার একক বক্তৃতা, হেরিটেজ আরকাইভস’র সংগ্রহ ও সংরক্ষণ নীতি, স্থানীয় ইতিহাস চর্চা ও হেরিটেজ আরকাইভস বিষয়ে তিনটি বক্তৃতা ও আলোচনা সেশন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত প্রায় দুইশত স্থানীয় ইতিহাস লেখক ও গবেষক অংশগ্রহণ করছেন।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages