পাঁচবিবির ছেলে এম আই মিঠু’র মিউজিক ভিডিও "তোর আগুনে" ঈদে মুক্তি পেতে যাচ্ছে। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 23 July 2019

পাঁচবিবির ছেলে এম আই মিঠু’র মিউজিক ভিডিও "তোর আগুনে" ঈদে মুক্তি পেতে যাচ্ছে। একুশে মিডিয়া



সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:>>>
এবার ঈদুল আযহা উপলক্ষে শিল্পী এম আই মিঠু'র তিনটি ভিডিও গান ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। বিগত দিনের গানগুলোর চেয়ে এবারের গানে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। "আহত চড়ুই" শিরোনামের সিঙ্গেল গানটি লিখেছেন এ মিজান, চমৎকার সুর ও সঙ্গীতায়োজন করেছেন এ প্রজন্মের মেধাবী সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ুন। গানটি প্রসঙ্গে মিঠু বলেন, “অসম্ভব সুন্দর কথার মালা এবং হৃদয় ছুঁয়ে যাওয়া সুর-সংগীতটাকে যেনো পূর্ণতায় ভরিয়ে দিলো জালালের (বাঁশি)।
'আহত চড়ুই' গানটি আমার গাওয়া কিছু প্রিয় গানের একটি। ইতোমধ্যেই ভিডিওর কাজ সমাপ্ত হয়েছে। দেশের প্রথম সারির অডিও  ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ এর ইউটিউব চ্যানেলে আগামী ঈদুল আযহা উপলক্ষে অবমুক্ত করা হবে বলে জানান"বন্ধু সাড়া দাও" খ্যাত বহুমুখী প্রতিভাবান এ শিল্পী।
আহত চড়ুই" গানটি ছাড়াও সোহাগ ওয়াজিউল্লার লেখা, বুলবুল ভুইয়ার সুরে, গুনী সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর সংগীতায়োজনে "মেঘের মত" শিরোনামের আরও একটি মিউজিক ভিডিও সুনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশ পেতে যাচ্ছে।
এছাড়া শিল্পী এম আই মিঠু'র নিজের লেখা, সুর ও কন্ঠে, জাহিদ বাশার পংকজ এর সংগীতে 'তোর আগুনে' শিরোনামে আরও একটি চমৎকার স্যাড রোমান্টিক গান রিলিজ পেতে যাচ্ছে শিল্পীর লেখা ও সুরে 'তোর আগুনে' গানটির কাজ বাংলাদেশ ও ভারতে সম্পুর্ন করা হয়েছে। আশা করছি সংগীত প্রেমীদের ভালো লাগবে। গানটির ভিডিও পরিকল্পনা রয়েছে। অতিদ্রুত ভিডিওর কাজ শুরু করা হবে।
ইতিপূর্বে মিঠু অনেকগুলো নাটক, টেলিফিল্ম, নাটিকার টাইটেল গানের পাশাপাশি নিজের লেখা ও সুর করা
গানে কাজ করেছেন এবং গুনীজনদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এ পর্যন্ত তার ২টি একক অ্যালবাম ও বেশ কিছু ডুয়েট সহ বহু সিঙ্গেল গানে কন্ঠ দিয়েছেন বহুমুখী প্রতিভাবান এ শিল্পী।
প্রসঙ্গত, এম আই মিঠু সংগীতে নিয়মিত হলেও চিত্রশিল্পী পরিচয়ে সাচ্ছন্দ্যবোধ করেন।
দেশ-বিদেশে তার ৫৪টি গ্রুপ এবং ৯টি জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতা মুলক চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করে স্বীকৃতি হিসেবে পেয়েছেন 'ডজন' খানেক পুরুস্কার। যার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী পদক-(পেইন্টিং), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পদক-(ভাস্কর্য), ভাস্কর্য বিভাগ (শ্রেষ্ঠ পুরস্কার), মেরিট পুরুস্কার- (ভাস্কর্য) মালায়শিয়া থেকে মিকা পুরুস্কার, জাপানী সমকালীন প্রদর্শনী হতে The Mutter Of newborn For independent শিরোনাম (পেইন্টিং) এর জন্য পেয়েছেন বেস্ট থিম সম্মাননা। আরও বেশ কিছু প্রদর্শনী থেকে পেয়েছেন সম্মানসূচক পদক, এবং স্থানীয়ভাবেও রয়েছে শতাধিক পুরুস্কার।
মিঠু জীব-বৈচিত্র নিয়ে কাজ করছেন অনেক বছর, মিঠুর আঁকা ছবি কিংবা তার তৈরী ভাস্কর্যের মাধ্যম হিসেবে রঙের পাশাপাশি ব্যবহার করে থাকেন গাছের পরিত্যক্ত কাঠ,  ডালপালা, শেকড়, হাড়, মম, বালি ইত্যাদি।
এছাড়া সমাজকর্মী হিসেবে তার ভুমিকাও কম নয়, নিয়মিত ভাবেই তিনি সমাজের অসহায় দুঃস্থদের নিয়ে কাজ করে চলেছেন।
মিঠুর প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি-ডিকেএসপি) নিয়ে নিজ এলাকা জয়পুরহাট-পাঁচবিবি সহ উত্তরবঙ্গের অসহায় কিছু সুবিধা বঞ্চিতদের জন্য দীর্ঘ প্রায় ১৩-বছর ধরে কাজ করে চলেছেন ফিউচারে সুবিধাবঞ্চিত প্রবীনদের নিয়ে কাজ করার প্রবল ইচ্ছে রয়েছে এম আই মিঠুর।




সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক আজ বুধবার ২৪/০৭/২০১৯ একুশে মিডিয়া সংবাদ

আপনার কোন মতামত থাকলে নিউজের নিচে কমেন্ট স্থানে কমেন্ট করুন

একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য

ধন্যবাদ
 একুশে মিডিয়া পরিবার

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages