মহেশপুরে নারী মাদক ব্যবসায়ী ও জীবননগরের অপর নারী ব্যবসয়ী মাদকসহ আটক,থানায় মামলা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 11 July 2019

মহেশপুরে নারী মাদক ব্যবসায়ী ও জীবননগরের অপর নারী ব্যবসয়ী মাদকসহ আটক,থানায় মামলা। একুশে মিডিয়া


রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডালভাঙ্গা গ্রামের এক নারী মাদক ব্যবসায়ীসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগরের আরেক নারী ফেন্সি ব্যবসায়ী উথুলীর মোড় থেকে ফেন্সিডিলসহ জীবননগর থানা পুলিশের হাতে আটক হয়েছে।
জানা গেছে ১০ জুলাই বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে জীবননগর উপজেলার উথুলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ীর মধ্যে একজন মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউপির ডাল ভাঙ্গা গ্রামের মোক্তার মন্ডলের স্ত্রী মাজেদা খাতুন (৪২) ও অপরজন জীবননগর উপজেলার গয়েশপুর মন্ডল পাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা বেগম(৪০)।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই নাহিরুল ইসলাম, এ এস আই ইমামুল, এ এস আই মিলন সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে  উপজেলার উথলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মহেশপুর থানার ডালভাঙ্গা গ্রামের মোক্তার মন্ডলের স্ত্রী মাজেদা খাতুন (৪২) ও জীবননগর উপজেলার গয়েশপুর মন্ডল পাড়ার মৃত টিপুর স্ত্রী সবুরা খাতুন (৪০) আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাসী করলে উভয়ের কাছ থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages