একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) নাম পরিবর্তন করে রাবি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) রাখা হয়েছে। শুক্রবার বিশবিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) নাম পরিবর্তন করে রাবি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) রাখা হয়েছে। শুক্রবার বিশবিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।
সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক রুকসানা বেগম, অধ্যাপক বোরাক আলী, প্রভাষক শাহাদাৎ হোসেনসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, বিতর্কের থেকে বড় হাতিয়ার নেই। তাই বিতর্কের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা অব্যহত রাখতে এই সংগঠন যাত্রা শুরু করে। বিজনেস স্টাডিজ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এই সংগঠনের সাথে যুক্ত। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আসছে। তবে সংগঠনটির নামে বিজনেস ফ্যাকাল্টি থাকায় তাদেরকে অনেকে ব্যাবসায় অনুষদের শিক্ষার্থী মনে করেন। তাই সংগঠনটির নাম পরিবর্তন করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) ২০০৮ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক আজ শুক্রবার ২৬/০৭/২০১৯ একুশে মিডিয়া’য় প্রকাশিত সংবাদ।
আপনার কোন মতামত থাকলে নিউজের নিচে কমেন্ট স্থানে কমেন্ট করুন।
একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য
ধন্যবাদ
একুশে মিডিয়া পরিবার।
No comments:
Post a Comment