মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আজিম উদ্দীন গ্রোপ্তার।
থানা সূত্র জানা যায়, বাঁশখালী থানার এ.এস.আই মোঃ রমজান আলী ও এ.এস.আই মোঃ আনোয়ারুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গঠিত অভিযান দল গতকাল (১৫ জুলাই) বাঁশখালী থানাদীন দক্ষিণ পুঁইছড়ি এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং (১৫৬/৯৬) ৩০২/৩৪ ধারার পেনাল কোড এর পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, দক্ষিণ পুঁইছড়ি এলাকার মৌলানা করিমের ছেলে আজিম উদ্দীন।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল করিম মজুমদার একুশে মিডিয়াকে বলেন, থানায় কর্মরত দুই এএসআই ও সঙ্গীয় র্ফোসদের সমন্বয়ে অভিযান দল গত জিআর-১৫৬/৯৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী আজিম উদ্দিন গ্রেফতার করিয়া আজ (১৬ জুলাই বিজ্ঞ আতালতে সোপর্দ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment