প্রাথমিক শিক্ষা ও শিক্ষকতা : কাজী মারুফ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 17 July 2019

প্রাথমিক শিক্ষা ও শিক্ষকতা : কাজী মারুফ। একুশে মিডিয়া




একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
আমরা সকলেই জানি যে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। ভালো কারিগর ছাড়া যেমন ভালো কিছু তৈরী হয় না। ঠিক তেমনি ভালো শিক্ষক ছাড়া ভালো ছাত্র গড়ে ওঠে না।
আমরা যারা সমাজে বিভিন্ন স্থানে কর্ম করছি তার অন্যতম অবদান শিক্ষকের। অর্থাৎ শিক্ষক হচ্ছে গুরুজন। সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়।  তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার গুরুত্ব অপরিসীম।
আমাদের দেশে শিক্ষকতা মহান পেশা হলেও কিছু সংখ্যক লোক এ পেশাকে ক্ষতিগ্রস্ত করে আসছে।এবং পুরো শিক্ষা গুরুকে ছোট করছে। এরা আর কেউ না, এরা হচ্ছে অন্যতম শিক্ষক। এই অন্যতম শিক্ষকের কিছু বৈশিষ্ট্য, আচার-আচরণ ও কর্মকান্ড তুলে ধরলাম।
(১) স্কুল বাড়ির পাশে হওয়ায় স্কুল চলাকালীন সময়ে বাসায় গিয়ে কাজ করা।
(২) এলাকা পরিচিত হওয়ায় স্কুল ফাঁকি দিয়ে পরিচিত লোকজনের সাথে গল্প করা।
(৩) স্কুল বাড়ির পাশে হওয়ায় পরিচিত ছাত্র-ছাত্রীকে পরীক্ষার খাতায় নম্বর বেশি দেওয়া। 
(৪) স্কুল ছাত্র- ছাত্রীদের দিয়ে নিজের বিভিন্ন প্রকার কাজ কর্ম করানো।
(৫) খাতা, কলম, বিস্কুট ও বিভিন্ন প্রকার সরকারি জিনিসপত্রে স্বজন প্রীতি করা।
(৬) বাড়ীর কাছে বা শশুর বাড়ীর কাছে স্কুলে চাকুরী করার সুবাধে একটা প্রভাব বিস্তার করা।
(৭) উপবৃত্তিতে অনিয়ম করা।
(৮) সভাপতি ও বিভিন্ন কর্মকান্ডে অনিয়ম করা এলাকা পরিচিত বিধায়। উপরোক্ত সকল সমস্যা বিশ্লেষণ করে বোঝা যায় যে, বাড়ীর কাছাকাছি বা শশুর বাড়ীর কাছাকাছি চাকুরী করার সুবাধে বেশির ভাগ এই সমস্যাগুলো হচ্ছে। 
তাই আমি আবারো বলি শিক্ষক হচ্ছে গুরুজন, সবসময় করো সর্বোচ্চ সস্মান। লেখা ও কথার মাঝে ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা ক্ষমা না করলে কে করবে। মাতাপিতার পরেই তো আপনাদের স্থান।


লেখক: কাজী মারুফ।
সদস্য র‍্যাব-১২ সিরাজগঞ্জ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages