নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:>>>
“ জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে আজ-১১ জুলাই বৃহস্পতিবার সকালে ব্যানার সহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবনের সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভায় উপজেলার স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূর বক্ত-এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনসহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা হোসনেয়ারা বেগম, সূর্যের হাঁসি নেটওয়ার্কের ক্লিনিক ম্যানেজার মোঃ ফকরুল আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা কাজে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পরিবার কল্যাণ সহকারী মোছাঃ জাহানারা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ তাছমিনা খাতুন এবং শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা সূর্যের হাসি নেটওয়ার্ক-কে আনুষ্ঠানিকভাবে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment