ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এএসআই’র মৃত্যু। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 July 2019

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এএসআই’র মৃত্যু। একুশে মিডিয়া


শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:>>>
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাই মারা গেছেন। সোমবার (২২ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানায় কর্মরত ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এএসআই আব্দুল হাই বিকেলে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ শহরে আসছিলেন। এসময় তারাকান্দা থানার রুপচন্দ্রপুর নামক স্থানে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে স্ত্রীসহ এএসআই আব্দুল হাই গুরুতর আহত হন।
পরে তাদের দু’জনকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, নিহত এএসআই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার টেওরিয়া গ্রামের মৃত আব্দুর রহমান ঠাকুরের ছেলে। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রথমে কনস্টেবল ও পরে পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক হিসেবে নেত্রকোনার কেন্দুয়া থানায় দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানায় যোগদান করেছিলেন।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages