একুশে মিডিয়া, রিপোর্ট:
গ্যাস লাইনের জন্য অধিগ্রহনকৃত নোটিশ প্রাপ্ত ভূমির মালিকরা- এ সংক্রান্ত ফরম পূরণ ষ্টাম্প লিখা সহ যাবতীয় সহযোগীতার জন্য যোগাযোগ করতে পারেন এস.আর অফিস কম্পিউটার, রজনীগন্ধা শপিং কমপ্লেক্স, কালীপুর, বাঁশখালী, চট্টগ্রাম। মোবাইল: 01858-930794
উল্লেখ্য, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন, কক্সবাজার জেলাধীন মহেশখালী ও পেকুয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী ও আনোয়ারা উপজেলা।
খনিজ সম্পদ বিভাগের আওতায় জিটিসিএল কোম্পানী
কর্তৃকবাস্তবায়িতব্যমহেশখালী-আনোয়ারা গ্যাস সংঞ্চালন পাইপ লাইন
বাস্তবায়িতহচ্ছে। মহেশখালী উপজেলায় ৩১ কি:মি: ও পেকুয়া উপজেলায় ১৪ কি:মি:
মোট ৪৫ কি:মি: গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণের জন্য ৮৫.৬৫ একর ভূমি
অধিগ্রহণ এবং ১৪৯.৭৫ একর ভূমি হুকুম দখল করা হয়েছে। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment