রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ সদর উপজেলার ফুসসন্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল মালেক মিনার শ্যালক সেলিমের উপর হামলা করে গুরুত্বর জখম করে স্থানীয় সন্ত্রাসী। সেলিম বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
উক্ত ঘটনায় ফুসসন্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল মালেক মিনা জানায় যে তার শ্যালক সেলিম, ভায়রা আকুল হোসেন ফুসসন্দী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম কবির দিঘীর পাড় গ্রাম থেকে ফিরে আসার পথে বিকাল ৫ টার দিকে দোহখোলা
গ্রামের মধ্যে মোটর সাইকেল থামিয়ে সাবেক চেয়ারম্যান সহিদ শিকদারে লোকজন হামলা করে। এই সময়ে গোলাম কবির ও আকুল দৌড়ে পালিয়ে গেলে সেলিম পড়ে যায়। সেই সুযোগে রবিউল, সাব্দার, মিলন, ডাবলু সহ প্রায় ১৫/২০ জনের একটি দল সেলিম কে পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখন করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলে যে ঘটনা জানার পর আমি নিজেই ঘটনা স্থানে গিয়েছিলাম। সেলিম হাসপাতালে ভর্তি আছে। তবে তার পায়ে একটি কোপ লেগেছে। কয়েক দিন আগে মালেক চেয়ারম্যানের লোক জন তার প্রতিপক্ষকে হামলা করেছে,। তবে এখন ও মামলা হয়নি। তবে মামলা করতে আসলে মামলা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment