গোদাগাড়ীতে পারিবারিক দ্বন্দে¦ ছেলেধরা বলে চারজনকে পুলিশ শোফদ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 24 July 2019

গোদাগাড়ীতে পারিবারিক দ্বন্দে¦ ছেলেধরা বলে চারজনকে পুলিশ শোফদ। একুশে মিডিয়া


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীর গোদাগাডী উপজেলার খারিজাগাথি এলাকা হতে ছেলেধরা সন্দেহে চারজনকে আটক করে পুলিশের কাছে শোফদ করেছে পুলিশের কাছে।
গোদাগাডী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিশপুর গ্রামের এই এহসান আলী কালু চরবাগডাংগা গ্রামে সেলিনা বেগমের দাম্পত্য জীবন চলছিল কিছুদিন পূর্বে তাদের ছাডাছাড়িয়ে যায়। পুনরায় তাদের বিষযটি মীমাংসার জন্য এহসান আলূ কালুর বন্ধু রবিউল ইসলাম তাদেরকে সাথে নিয়েএলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জালালের বাডেিত যাই  বছরের চাচাতো বোন মৌসুমিকে সাথে নিয়ে।
বিজিবি সদস্য জালালের বাডরি সামনে মীমাংসার কথাবার্তার একপর্যায়ে গন্ডগোল দেখা দিলে স্থানীয লোকজন তাদের কাছে আট বছরের শিশুকে দেখে ছেলেধরা মনে করে ঘিরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ ফাঁডি হেফাজতে নেই।
গোদাগাড়ী মডেল থানার ওসি জানান, এটি ছেলেধরা নয় পারিবারিক কলহের জেরে ভুল বুঝাবুঝির পর্যায়ে গন্ডগোল হলে স্থানীয জনগণ ছেলেধরা মনে করে পুলিশের কাছে তুলে দিয়েছে। তারা নিজের হাতে আইন না তুলে পুলিশকে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানিযেেছ।
 এলাকাবাসি। বুধবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।







সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক আজ বুধবার ২৪/০৭/২০১৯ একুশে মিডিয়া সংবাদ 
 
আপনার কোন মতামত থাকলে নিউজের নিচে কমেন্ট স্থানে কমেন্ট করুন
একুশে মিডিয়া সঙ্গে থাকার জন্য
 
ধন্যবাদ
একুশে মিডিয়া পরিবার

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages