রাজশাহীতে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 July 2019

রাজশাহীতে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। একুশে মিডিয়া

ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের তালাইমারি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহীর বালু ব্যবসায়ীরা, শ্রমিক ও এলাকাবাসী পৃথকভাবে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহার দাবিতে জেলা প্রশাসনকে একদিনের আল্টিমেটাম দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার হটাৎ জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইজারা নেয়া বৈধ বালুমহালটি বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়াও এ বালুমহাল বন্ধ করার কারণে প্রায় এক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সোমবারের মধ্যে শ্রমিকদের মুক্তি ও বালুমহাল চালু করা না হলে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন।
জনি ইসলাম পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকæল আলম পল্টু, ইউপি সদস্য সাইদুর রহমান বাদল, হাসান আলী, বালু ব্যবসায়ী মাহাফুজুর রহমান, বাবোর আলী, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, মাসুদ রানা, সাইফুর ইসলাম, খায়রুল বাশার, আবুল হোসেন, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল প্রমুখ। 
রাসিক ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম পল্টু, বলেন, সোমবারের মধ্যে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহার ও আটক শ্রমিকদের মুক্তি দেয়া না হলে মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বালু ব্যবসায়ী ও শ্রমিকরা জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করবে। এর পরও যদি দাবি মানা না হয় তবে কঠোর কর্মসূচী দিতে শ্রমিকরা বাধ্য হবে বলে হুশিয়ারি দেন কাউন্সির পল্টু।
উল্লেখ্য, ‘চলতি বছর দরপত্র প্রতিযোগিতার মাধ্যমে ‘মেসার্স আমিন টেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান পদ্মা নদীর চরশ্যামপুর ও চরখিদিরপæর মৌজার ১২০ একরের বালুুমহাল দুই কোটি দুই লাখ টাকায় ইজারা নেয়। দরপত্রের নিয়ম অনুযায়ী ইজারার অর্থ জেলা প্রশাসনে পরিশোধ করা হয়। গত ১৪ এপ্রিল জেলা প্রশাসনের কর্মকর্তারা লাল নিশান টাঙ্গিয়ে দিয়ে চিহ্নিত করে এই বালুমহালটি।
গত বুধবার দুপুরের হটাৎ করে ইজারা নেয়া এই বৈধ বালুমহালের বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । একই সঙ্গে সেখান থেকে বালু উত্তোলনে নিয়োজিত আটজন শ্রমিককে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এর প্রতিবাদে গত ২৫ জুলাই রাজশাহীর বালু ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে শ্রমিকদের মুক্তি ও বৈধ বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages