নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় থেকে:>>>
পঞ্চগড়ের আটোয়ারীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দু’মাসের ব্যবধানে উপজেলার বিভিন্ন গ্রামে অভিনব কায়দায় খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে প্রায় ৫ পরিবারের স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় কোটি টাকার সম্পদ লুটে নেয়ার খবর পাওয়া গেছে।
সর্বশেষ গত মঙ্গলবার (২ জুলাই) উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে জনৈক খলিলুর রহমানের বাড়িতে পরিবারের সদস্যদের অজ্ঞাতে রাতের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে প্রায় তিন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই পরিবারের কর্তা খলিলুর রহমান সহ ৪ সদস্যই অচেতন অবস্থায় বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী জনৈক মো: খলিলুর রহমানের (৭০) বাড়িতে কে বা কাহারা পরিবারের অজ্ঞাতে রাতের খাবারের সাথে চেতনা নাশক ঔষুধ মেশায়। এতে গৃহকর্তা সহ তার স্ত্রী মোছা: খায়রুন নাহার (৬৫), ছেলে মো: সোহেল রানা (৩০) এবং বৌ-মা মোছা: আশা আক্তার (২৫) মঙ্গলবার সকলে এক সাথে রাতের খাবার খেয়ে তাৎক্ষনিকভাবে সকলে অচেতন হয়ে পরে। সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
এদিকে গত দু’মাসের ব্যবধানে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোটভাই মোঃ খলিলুর রহমানের বাড়িতে পর পর দু’বার, রাণীগঞ্জ গ্রামের জনৈক সাইফুলের বাড়িতে, সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসিবুরের বাড়িতে ও কলেজ মোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে একই কায়দায় পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-পয়সা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
দুর্বৃত্তের ওই চক্রটি উপজেলায় আর্থিকভাবে স্বচ্ছল এমন পরিবারকে টার্গেট করে গত দু’মাসে প্রায় ৬টি লুটের ঘটনা ঘটায়। প্রতিটি ঘটনায় পরিবারের সকল সদস্যদের অচেতন করে স্বর্ণালঙ্কার সহ প্রায় কোটি টাকা লুটে নেয়।
এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, সংঘবদ্ধ দুস্কৃতিকারী এ চক্রের সাথে জড়িত সন্দেহে মামলা দায়ের সহ প্রায় ৩ জনকে ইতোমধ্যে আটক করে জেল হাজতে প্রেরন করে রিমান্ডে নেয়া হয়। তিনি জানান, অতি দ্রুত ওই চক্রের মূল হোতা সহ সকলকে আটক করা সম্ভব হবে ।
অভিনব কৌশলে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে ধারাবাহিক চুরির ঘটনায় উপজেলাবাসী চরম আতঙ্কে দিন কাটছে। একই সঙ্গে এ চক্রের মুল হোতা সহ সকল সদস্যকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছে উপজেলাবাসী।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment