দোহারে মোঃ ইব্রাহীম কার্দী এর লন্ডন থেকে ব্যারিস্টার এট-ল ডিগ্রী অর্জন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 July 2019

দোহারে মোঃ ইব্রাহীম কার্দী এর লন্ডন থেকে ব্যারিস্টার এট-ল ডিগ্রী অর্জন। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
মোঃ ইব্রাহীম কার্দি এর লন্ডন থেকে ব্যারিস্টার-এট-ল (Barrister-at-Law) ডিগ্রী অর্জন করেছে। মোঃ ইব্রাহীম কার্দি ঢাকার   দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামের বাসিন্দা।
তিনি মধুরখোলা হাইস্কুল থেকে এস.এস.সি এবং পদ্মা কলেজ থেকে এইস.এস.সি পাশ করেন। ইব্রহীম কার্দী যুক্তরাজ্যের বাংগর ইউনিভার্সিটি (Bangor University) থেকে আইন বিষয়ে অনার্স (LL.B ) ডিগ্রী অর্জন করার পরে আইয়ারল্যান্ড এর বেস্ট এবং অন্যতম বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটি - ট্রিনিটি কলেজ ডাবলিন (Trinity College Dublin) থেকে আন্তর্জাতিক আইনের উপর মাস্টারস (LL.M) ডিগ্রী অর্জন করেন।
কথিত যে, তিনি ট্রিনিটি কলেজ ডাবলিন (Trinity college Dublin) থেকে হাফ স্কলারশীপ পেয়েছিলেন। তিনি এই বছর ব্যারিস্টার-এট-ল ডিগ্রীর যে কোর্স - বার প্রফেশনাল ট্রেইনিং কোর্স (BPTC) ইংল্যান্ড এর নর্থামব্রিয়া ইউনিভার্সিটি (Northumbria University) থেকে পাশ করেন।
তিনি লন্ডনের মিডল টেমপল (Middle Temple) এর মেমবার এবং সেখান থেকে এই বছরের নভেম্বর মাসে কল টু দ্যা বার (Call to the Bar) নিবেন। কোন তথ্যের প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন; ই-মেইল-mebrahim@tcd.ie , বা নিচের মোবাইল নাম্বারে- ০১৯১১৭৭৩৫৯৩



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages