রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ হাত বিছিন্ন হওয়া আটক চাককে জেলগেটে জিজ্ঞাসা’র নির্দেশ। একুশে মিডয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 July 2019

রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ হাত বিছিন্ন হওয়া আটক চাককে জেলগেটে জিজ্ঞাসা’র নির্দেশ। একুশে মিডয়া



ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
ট্রাকের চাপায় বাসযাত্রী রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ সরদারের (২৫) হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় ‘মোহাম্মদ পরিবহন’ বাসের চালক ফারুক হোসেন সরকারকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নিন্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর আমলী আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বৃহস্পতিবার দুপুরে ফারুক হোসেনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান।
কিন্তু আদালতের বিচারক সেলিম রেজা রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে আসামিকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নিন্দেশ দিয়েছেন আদালত। পরে বাস চালক ফারুক হোসেন সরকারকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আগামী রোববার এবং সোমবার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান কাটাখালি থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
প্রসঙ্গত, রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ সরদার গত ২৮ জুন গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থেকে ‘মোহাম্মদ পরিবহন’ নামের একটি বাসে চড়ে রাজশাহী ফিরছিলেন। পথে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় সন্ধ্যা ৬টার দিকে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে। এতে চাপা লেগে ফিরোজের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় দুই চালককে আসামি করে থানায় মামলা করেন ফিরোজের বাবা।
এ মামলায় বৃহস্পতিবার সকালে মোহাম্মদ পরিবহনের চালক ফারুক হোসেন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাতে ট্রাকটিকেও জব্দ করা হয়। এছাড়া গত শনিবার বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পলাতক রয়েছেন ট্রাকের চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages