কালীগঞ্জ জামাই শাশুড়ির প্রেমের বলি শ্বশুর!। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 July 2019

কালীগঞ্জ জামাই শাশুড়ির প্রেমের বলি শ্বশুর!। একুশে মিডিয়া




একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের কালীগঞ্জে জামাই-শাশুড়ির প্রেমের কারণে শ্বশুরের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আসাদুল ইসলাম (৪০)। সে উপজেলার মহেশ্বরচাদা গ্রামের সবের আলী মণ্ডলের ছেলে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত জামাই বিল্লাল হোসেন (২০) ও শাশুড়ি সুফিয়া খাতুনকে আটকে রেখেছে।
প্রতিবেশীরা জানান, মৃত আসাদুলের নিজের মেয়ের জামাই বিল্লালের সাথে তার স্ত্রী সুফিয়ার প্রেমের সম্পর্ক আছে এমন অভিযোগ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। বুধবার দুপুরে একই বিষয় নিয়ে তাদের আবার কথা কাটাকাটি হয়। এরপর আসাদুল বাড়ির পাশে মাঠে গিয়ে কীটনাশক পান করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশ্বরচাদা গ্রামের ইউপি সদস্য আব্দুল গনি জানান, এ ঘটনার পর জামাই বিল্লাল ও সুফিয়াকে গ্রামবাসী একটি ঘরে আটক করে রেখেছে।
জামাই বিল্লাল হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, আমার বিয়ে হয়েছে চার মাস। আমি মটরগাড়িতে কাজ করি। আমার সময় কখন শাশুড়ির সাথে প্রেম করার। সব সাজানো নাটক এবং গ্রামবাসী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages