পুলিশও রক্তে মাংসে গড়া মানুষ: কাজী মারুফ -একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 July 2019

পুলিশও রক্তে মাংসে গড়া মানুষ: কাজী মারুফ -একুশে মিডিয়া



একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
অনেকেই মনে করেন পুলিশ সে তো অন্য কোন জাতি। ভয় ভীতি, আতঙ্ক বিরাজের নামই পুলিশ। পুলিশ জনগণের বন্ধু এটা মানতে নারাজ সবাই। এর কারণ অনেক কিছু থাকলেও আমি মনে করি এর প্রধান কারণ দুটি  হচ্ছে:-
১। পক্ষে
২। বিপক্ষে
পক্ষেঃ পুলিশ যদি কোন ব্যাক্তির পক্ষে কাজ করে তাহলে পুলিশ খুব ভালো। পুলিশের মতো সুন্দর ভদ্র, বুদ্ধিমান, সুশাসন, মানবিক আর কোন জাতি হতে পারে না।
বিপক্ষেঃ আর পুলিশ যদি কোন ব্যাক্তির পক্ষে কাজ না করে তাহলে পুলিশ খুব খারাপ। পুলিশের মতো অভদ্র, বেয়াদব, জুলুমকারী আর কোন জাতিই নেই।
যারা পুলিশকে আলাদা জাতি ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি:- পুলিশ কি আসলেই অন্য কোনো জাতি...?? না। পুলিশও আপনাদের মতই মানুষ। তারাও কারো না কারো বাবা-মা, ভাই-বোন ও বন্ধু।
একজন পুলিশ প্রতিদিন কমপক্ষে ১২-১৬ ঘন্টা ডিউটি করে।
একজন পুলিশ সারা রাত ডিউটি করে।
*একজন পুলিশ কমপক্ষে ১২-১৬ ঘন্টা মশার কামড় সহ্য করে।
*একজন পুলিশ এক বছরে ৪০-৫০ দিন ছুটি ভোগ করে।
*একজন পুলিশ শুক্রবার ও সরকারি বন্ধের দিনগুলোতেও ডিউটি করে।
*একজন পুলিশ বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে ডিউটি করে।
*একজন পুলিশ তার চোখ দুটোকে জনগণের কল্যাণে ইবাদত মনে করে রজনী পার করে দেয়।
*একজন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আপনাদের পথকে চলার যোগ্য করে দেয়।
*একজন পুলিশ বন্যা,জলোচ্ছ্বাস ও বিভিন্ন প্রকার কাজে জনগণের পাশে থাকে।
*একজন পুলিশ আপনার ঘর,বাড়ী,দোকান ও আপনার নিরাপত্তা নিশ্চিত করে।
*একজন পুলিশ ২৩০০ (দুই হাজার তিনশত) জনগনের দেখাশুনার ভার একাই গ্রহণ করে।
*একজন পুলিশ একটা অস্ত্র নিয়ে নির্বাচন ডিউটি একাই পালন করে।
*একজন পুলিশ নদী,সমুদ্র,পাহাড়, পর্বত,অট্টালিকা, অফিস-আদালত সমগ্র স্থানে ডিউটিতে নিয়োজিত থাকে।
আমি লিখলে হয়তোবা লিখে শেষ করতে পারবো না।
তার পরেও বলতে হয়, যে পুলিশ এতো শ্রম দেয় তার জন্য কি সেই পুলিশকে একবার ধন্যবাদ কথাটা বলেছেন..?? প্রশ্ন রাখলাম আপনার কাছে।
ধন্যবাদ দিবেন কেন..??
পুলিশ কি কম বেতন পায়।
সরকারি চাকুরীজীবি সকলের বেতনই তো বাড়লো। আর কিছু..?? অনেকেই বলে পুলিশের বেতন সবচেয়ে বেশি। 
এরা কোন গ্রহের আর আমরা কোন গ্রহের। তাই বলছি অন্যের কাজ নিয়ে সমালোচনা না করে নিজের কাজ টা সঠিক ভাবে করুন। অন্যকে বদনানোর চেষ্টা না করে নিজেকে বদলান দেখবেন পাশের জন এমনিতেই বদলে যাবে ইনশাআল্লাহ।

লিখেছেন: কাজী মারুফ।
সদস্য র‍্যাব-১২ সিরাজগঞ্জ।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages