ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীর বাগমারা উপজেলার দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে মঙ্গলবার শিমু আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃৃত্যু শিমু উপজেলার দেওপাড়া গ্রামের আবদুর রশিদের একমাত্র মেয়ে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গতকাল সোমবার দুপুর থেকে শিশু শিমু নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি বলেন, শিশুটি খেলতে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment