ভোলায় নিখোঁজের ৫ দিন পর রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 12 July 2019

ভোলায় নিখোঁজের ৫ দিন পর রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার!। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ:>>>
নিখোঁজের পাঁচ দিন পর ভোলার আলীনগর সাহেবের কাচারি থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১২জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম  মোঃপরভেজ (১৫)। সে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার প্রতিদিনের মত তার গ্যারেজ থেকে সকালে রিকশা নিয়ে বের হয়।সারাদিন রিকশা চালিয়ে প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও সে দিন আর বাড়িতে ফেরেনি নিহত পরভেজ।পরদিন সকাল থেকে নানা স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
পরে শুক্রবার (১২ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালে পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীরা পুলিশকে খবর দিলে সকালেই লাশ উদ্ধার করে।পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিখোঁজ পারভেজের লাশ উদ্ধার হলেও রিকশাটি উদ্ধার সম্ভব হয়নি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages