ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী :>>>
দীর্ঘ ২৮ ঘন্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে সর্বশেষ বগিটি তুলে। এর পর প্রায় পৌনে একঘন্টা মেরামতের কাজ করে রেল লাইন ট্রেন চলার উপযোগি করা হয় বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন।
তিনি বলেন, বৃষ্টি ও রাতের কারণে দুর্ঘটনা কবলিত এলাকায় পুরোপুরি রেল লাইন মেরামত করা সম্ভাব হয়নি। শুক্রবার সকাল থেকে আবার মেরাতম কাজ শুরু হবে। এর আগ পর্যন্ত এ এলাকায় সর্বচ্চ ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নিন্দেশনা দেয়া হয়েছে।
প্রধান প্রকৌশলী আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন স্টেশনে আটকে পড়া রাজশাহীগামী ট্রেন ছেড়েছে। আর রাজশাহীতে ঢাকার উদেশ্যে পদ্মা এক্সপ্রেস ছেড়ে রাত সাড়ে ১১টায় এবং ধুমকেতু এক্সপ্রেস রাত ২টায় ছেড়ে গেছে। এই দুইটি ট্রেনের মধ্যে পদ্মা এক্সপ্রেসের রাজশাহী থেকে ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টায় এবং ধুমকেতু রাত ১১টা ২০ মিনিটে।
উল্লেখ, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত। এর পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর রাজশাহী থেকে বিভিন্ন রুটে ১০টি আন্তনগরসহ সবগুলো লোকাল ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, যেসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে তার যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেয়া হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তারা প্রায় সাত হাজার যাত্রীকে ২৬ লাখ টাকারও বেশি ফেরত দিয়েছেন বলে জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment