এম এ হাসান, কুমিল্লা:>>>
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের ২০১৯-২০২০ বর্ষের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করবেন এ ক্লাবের প্রেসিডেন্ট রোটা.গরি শংকর চৌধুরী কনক এবং সেক্রেটারীর দায়িত্ব পালন করবেন রোটারী ক্লাব চৌদ্দগ্রামের জয়েন সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী রোটা. জসিম উদ্দিন।
রোটারি ক্লাব শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত।
প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রুত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন। তার ধারা বাহিকতায় রোটারী ক্লাব অব চৌদ্দগ্রাম কাজ করে যাচ্ছে। নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment