আজ প্রবীনদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তÍতি নিশ্চিত বিষয়ক মতবিনিময় সভা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 July 2019

আজ প্রবীনদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তÍতি নিশ্চিত বিষয়ক মতবিনিময় সভা। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
৬ বছর যাবৎ প্রবীণ বিষয়ক জনসচেতনা মূলক বিভিন্ন অনুষ্ঠান করে আসছে।
বর্তমানে আমাদের দেশে দিন দিন পিতা-মাতা ও প্রবীণদের বিভিন্ন ভাবে সামাজিক, মানসিক ও অর্থনৈতিক ভাবে তাদের প্রপ্য অধিকার হতে বঞ্চিত করার প্রবনতা বেড়ে চলছে।
দিন দিন বেড়ে চলেছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। সভ্যতা বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসের বিরুদ্ধে নয় বরং সমাজে কোন পিতা-মাতা যেন বাধ্য না হন, তাদের শেষ বয়সে বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসকে শেষ ঠিকানা হিসেবে বেছে নিতে, সেই বিষয়টিকে সমাজে সবার মাঝে সচেতন করার লক্ষ্যে আগামী ৬ জুলাই, শনিবার  ২০১৯ সকাল ১০.৩০ মিঃ জাতীয় যাদুঘর, কবি  সুফিয়া  কামাল মিলনায়তন, শাহবাগ  “প্রবীনদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তÍতি নিন” ও “সন্তানদের সঠিক ধর্মীয় শিক্ষা ও সৎ উপার্জনে লালন পালন” বিষয়ক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
বিজ্ঞপ্তি।

পূর্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খন্ড চিত্র।








একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages